রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বেড়া দেওয়া যাবে না, বিজিবিকে সঙ্গে নিয়ে ভারতীয়দের হুমকি বাংলাদেশি নাগরিকদের, পৌঁছল বিএসএফ 

Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৫ ১৬ : ২৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: মালদা, কোচবিহারের পর এবার ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের জলঙ্গী থানা এলাকায়। 

মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে জলঙ্গী থানার চোঁয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায় যখন জিরো পয়েন্ট থেকে ভারতীয় সীমান্তের দিকে কয়েকজন কৃষক নিজেদের জমিতে কাজ করছিলেন সেই সময় বেশ কিছু বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে  ভারতীয় কৃষকদের কৃষি কাজে বাধা দেয়। 

বিএসএফ সুত্রের খবর, সম্প্রতি জলঙ্গী ব্লকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে। সেই কাজের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই 'আর্থ মুভার' মেশিন নিয়ে এসে বিভিন্ন জায়গায় খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই স্থায়ী তারকাঁটার বেড়া বসানোর কাজও শুরু হয়ে যাবে। এই উদ্যোগে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশিদের তরফ থেকে প্ররোচনা দেওয়া শুরু হয়েছে । 

স্থানীয় সূত্রে অভিযোগ, বাংলাদেশি নাগরিকরা ওই এলাকা দিয়ে  গরু ছাড়াও  কাশির ওষুধ-সহ প্রচুর ভারতীয় জিনিসপত্র রোজ চোরা পথে পাচার করে। স্থায়ী কাঁটাতারের বেড়া তৈরি হয়ে গেলে চোরাচালান একপ্রকার বন্ধ হয়ে যাবে। সেই আশঙ্কাতে বাংলাদেশিদের তরফ থেকে প্ররোচনা দেওয়া শুরু হয়েছে।  

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে যখন ভারতীয় চাষিরা নিজেদের সর্ষে ক্ষেতে কাজ করছিল সেই সময় বাংলাদেশের তালপট্টি -চল্লিশপাড়া থেকে প্রচুর মানুষ ভারতীয় সীমান্তের দিকে এসে ভারতীয় কৃষকদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে। ঘটনার সময় বাংলাদেশি নাগরিকরা বিজিবি জওয়ানদের   নিজেদের সঙ্গে রেখেছিল। ওই এলাকায় নিজেদের জমিতে ইতিমধ্যেই বিজিবি একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে বলেও জানা গিয়েছে। 

সরকারপাড়ায় ভারতীয় সীমান্তে উত্তেজনার খবর ছড়াতেই এলাকায় পৌঁছে যায় বিএসএফের বেশ কয়েকজন জাওয়ান এবং আধিকারিকরা। ঘটনাস্থলে দাঁড়িয়েই বিএসএফ-বিজিবি-র মধ্যে দীর্ঘ বৈঠক হয়। এরপর বাংলাদেশি নাগরিকরা নিজেদের গ্রামের দিকে চলে যায় ।
 
সীমান্তে কর্মরত এক কৃষক বলেন ,'আজ সকালে হঠাৎই বাংলাদেশের নাগরিকরা এসে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। তাদের দাবি জিরো পয়েন্ট থেকে ভারতীয় সীমান্তের ভেতরে যে জমি রয়েছে তা বাংলাদেশের। সেখানে  ভারতীয় চাষিদেরকে তারা চাষ করতে দেবে না। জোর করে ভারতীয় ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিএসএফ দুই দেশের সীমানা বরাবর কাঁটাতারের বেড়া লাগানোর জন্য উদ্যোগী হতেই বাংলাদেশিদের তরফে এই ধরণের প্ররোচনামূলক কাজ শুরু হয়েছে। '

যদিও চাষিরা জানিয়েছেন, বিএসএফ সময় মতো ঘটনাস্থলে চলে আসায় এবং গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করায় বাংলাদেশিরা নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়। তবে আগামীকাল থেকে কী হবে তা নিয়ে যথেষ্ট শঙ্কার মধ্যে রয়েছেন সীমান্ত এলাকার চাষীরা।


BorderGuardBangladeshIndia-BangladeshBSFBGB

নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া